
নয় বছর আগে জাতীয় দলের হয়ে খেলার সময় প্রশ্ন উঠেছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। সে দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে না পারায় নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফেরা হয়নি এই স্পিনারের। এবার বিপিএলের একদম শেষ পর্যায়ে এসে ফের প্রশ্ন উঠেছে সানির বোলিং অ্যাকশন নিয়ে।
আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহের বিষয়টি বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ফলে আগামী ৭ দিনের মধ্যে তাকে স্বীকৃত কোনো পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে।
তবে, আপাতত বোলিং চালিয়ে যেতে পারবেন চিটাগাং কিংসের এই বাঁহাতি স্পিনার। গত শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচেও খেলেছেন সানি। ম্যাচে ৪১ রান খরচায় ১ উইকেট শিকার করেন এই বাঁহাতি। জানা গেছে সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরি। তবে আপাতত খেলা চালিয়ে যেতে বাধা নেই তার। খেলতে পারবেন বুধবারের (৫ ফেব্রুয়ারি) খুলনার বিপক্ষে কোয়ালিফায়ারেও।
নিয়ম অনুযায়ী আগামী শনিবারের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সানিকে। বিপিএলের ফাইনালের পরদিনই বিসিবির তত্ত্বাবধানে তার পরীক্ষা নেয়া হতে পারে।
এর আগে বিপিএলের মাঝপথেই চিটাগাংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। তবে পরে পরীক্ষায় জানা গেছে, এই রহস্য স্পিনারের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ওভারপ্রতি ৮.৩০ রান খরচায় ১০ উইকেট শিকার করেছেন সানি।