খেলা

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

দেশ বাংলা ডেস্ক

`শেষ পর্যন্ত বৃষ্টির দখলেই গেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচের ফলাফলের ওপর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে কোন দল উঠবে, তার সম্ভাব্য একটা রূপরেখা পাওয়া যেত। তবে বেরসিক বৃষ্টি ম্যাচের টস–ও হতে দেয়নি। রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হলে ২০ ওভারে কমিয়ে আনার সম্ভাবনা ছিল, তবে সেটিও আর সম্ভব নয়। দিনভর বৃষ্টির পর অজি ও প্রোটিয়াদের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।,,

`খেলা না হওয়ায় রাওয়ালপিন্ডির এই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফলে উভয় দলই দুই ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে প্রোটিয়ারা শীর্ষে রয়েছে, দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। অর্থাৎ, ‘বি’ গ্রুপ থেকে সেমিতে ওঠার দৌড়ে এই দুই দলই এগিয়ে রয়েছে।,,,

`গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। ফলে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তিন-চারে থাকা দল দুটিকে সেমিতে উঠতে পরবর্তী দুই ম্যাচেই জিততে হবে।,,

`আগামীকাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা হারবে, তারা বাদ পড়ে যাবে। পরাজিত দল আর কোনো সমীকরণের আওতায় থাকবে না। তবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে জয়ী দলকে নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে।,,,

`এ ছাড়া গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের। ,,নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে। আবার শেষ দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিতে উঠবে এই দুই দলই। কারণ ৪ পয়েন্ট নিয়ে তার এমনিতেই সেমিতে এক পা দিয়ে রেখেছে। তাদের টপকে যেতে পারবে কেবল দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া দল।,,

“এদিকে, ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে জয়ী দল শেষ ম্যাচেও জিতলে এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কেউ তাদের অবশিষ্ট ম্যাচ হারলে বাদ পড়ে যাবে। তবে পয়েন্টে এগিয়ে থাকায় কিছুটা স্বস্তিতেই আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ,,

“কারণ গ্রুপপর্ব শেষে চার দলের পয়েন্ট পাওয়ার সুযোগ থাকছে– দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান ৭ এবং ইংল্যান্ড ও আফগানিস্তানের সমান ৬ পয়েন্ট।,,

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button