খেলা

এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও।…

কদিন আগে আসন্ন ডিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন সাকিব। এবার জানা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই নামতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।….

অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ার লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে। আর সেখানে সাকিব লড়বেন বাংলাদেশের বিপক্ষে।….

আগামী ১০ মার্চ শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।….

সাকিব ছাড়াও এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার অলক কপালি। এছাড়াও দলটিতে থাকছেন শ্রীলংকার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসান।....

অন্যদিকে আসরে বাংলাদেশ টাইগার্স খেলবে। যেখানে দলটির হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। এছাড়াও দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।…...

সেই টুর্নামেন্টেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান স্টারস। আর সেই দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের।….

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button