সাতক্ষীরা

বর্ণাঢ্য আয়োজনের সাতক্ষীরা ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোশরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবী করে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরায় শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর সাতক্ষীরায় এবার ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কোম্পানি মোড় থেকে শহরে একটি বর্ণাঢ্য
র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার শিবির কর্মীরা অংশ নেয়।

পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, ইসলামি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোন ভয় ভীতি, হুমকার আমাদের আগ্র যাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশে সুশাসন প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, খোরশেদ আলম। এসময় সাবেক সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button