সাতক্ষীরা

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার মালামাল জব্দ করেছেন

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনভার সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, তলুইগাছ, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।……

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় শড়ি, ওষুধ, চশমা, ২৫ পিচ নেশা জাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মালামাল আটক করে। আটক এসব মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৫ হাজার ৫০০টাকা।……

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।…...

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।…...

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button