যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মুন্নিসহ ৭ জন জমি দখলের মামলা থেকে অব্যাহতি

দেশ বাংলা ডেস্ক

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নিসহ ৭ জন জমি দখলের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বুধবার মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দিয়েছেন।….

অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলো, ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের মৃত নাজমুল ইসলামের তিন ছেলে সাদমান আলভী রিফাত, নাফিউল ইসলাম, নাওয়াফ, নাজিউল ইসলাম, আবুল হোসেনের দুই ছেলে কল্লোল হোসেন ও কাকন এবং ইসলামের ছেলে আমিনুর রহমান।…..

মামলার সূত্রে জানা গেছে, ঝিকরগাছার কৃত্তিপুর মৌজার ১১৬৪, ১২৩২ ও ১৩০৬ দাগের ০.১৪৯৮ একর জমি ওলিয়ার রহমানের কাছ থেকে ২০০২ সালের ২৬ আগস্ট দলিলমূলে ক্রয় করেন আব্দুল করিম। পরে ২০১৭ সালের ৪ জুলাই তিনি এ জমি তার মেয়ে আরিফা সুলতানার নামে হেবা দলিল করে দেই। হেবা দলিলের ভিত্তিতে আরিফা সুলতানা নিজ নামে নামজারি করে জমির দখল ভোগ করে থাকেন।….

এ জমির পাশে সাহেব আলীর ৯৪ শতক জমি ২০০৪ সালের ৩০ নভেম্বর ক্রয় করেন নাজমুল ইসলাম। এক পর্যায়ে, আসামিরা আরিফা সুলতানার জমি দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৮ জুন তারা জমিটি দখল করে নেন। এ সময় আরিফা সুলতানা ও তার স্বজনরা বাধা দিতে গেলে আসামিরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেই।….

এই ঘটনায় ২০২৪ সালের ৯ জুলাই আরিফা সুলতানা বাদী হয়ে সাবিরা সুলতানাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তৎকালীন বিচারক অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে তারা আদালতে হাজির হয়ে জামিন নেন।....

গত ২৭ জানুয়ারি মামলার চার্জ গঠনের নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবী তাদের অব্যাহতির জন্য আদালতে আবেদন করেছেন। বুধবার ওই আবেদনের শুনানি শেষে একই বিষয়ে জজ আদালতে দেওয়ানি মামলা চলমান থাকায় বিচারক মামলাটি খারিজ করে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন।….

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button