যশোর

অর্ধলাখ টাকা প্রতারণা যশোর আইটি পার্কে চাকরির নামে,

নিজস্ব প্রতিবেদক

যশোর আইটি পার্কে নিরাপত্তা প্রহরী থেকে ক্লিনিং সুপারভাইজার পদে চাকরি দেয়ার কথা বলে অর্ধলাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। আইটি পার্কের জিএম মোসলেম উদ্দীন শিকদারের বিরুদ্ধে আদালতে এ মামলা করেছেন মুজিবর রহমান মোল্লা নামে প্রতারিত ব্যক্তি। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন।…

`মামলার সূত্রে জানা যায়, মুজিবর রহমান মোল্লা আইটি পার্কে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ..

`সেখানে ক্লিনিং সুপারভাইজারের পদ খালি থাকায় তাকে অস্থায়ীভাবে ওই পদে কাজ করার মৌখিক আদেশ দেন জিএম মোসলেম উদ্দীন শিকদার। দেড় বছর ধরে তিনি ওই পদে কাজ করার পর, তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন মোসলেম উদ্দীন শিকদার।…

`এ টাকা দেওয়ার তিন মাস পর মুজিবর রহমান মোল্লার পরিবর্তে অন্য একজনকে ক্লিনিং সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়।…

`কেন এমনটি করা হলো জানতে চাইলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর টাকা ফেরত চাইলে প্রদানে অস্বীকার করেন মোসলেম উদ্দীন শিকদার। বাধ্য হয়ে মুজিবর রহমান মোল্লা এ ঘটনায় রোববার আদালতের দ্বারস্থ হন।...

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button