
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনীত হলেন ড. জিয়াউদ্দীন হায়দার। আজ (১০ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সইকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ রয়েছে, আজ ড. জিয়াউদ্দীন হায়দারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিকে, অনিবার্য কারণে স্থগিত করা বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে ইফতার এবং দোয়া মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করলেন বিএনপি। আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলের সাথে ইফতার করতে যাচ্ছেন দলটির নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে গতকাল (৯ মার্চ) রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশ বাংলা নিউজ