যশোর

যশোরে অস্ত্র-গুলিসহ আটক যুবকের ১৭ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকাওয়াত হোসেন সাখাকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পারভেজ শাহরিয়ার এ আদেশ দিয়েছেন।

তিনি শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আতিয়ার রহমানের ছেলে।

সাখাওয়াত হোসেন ২০১৫ সালের ৩১ মার্চ শহরের নীলগঞ্জ সাহাপাড়া থেকে ওয়ান শুটারগান ও গুলিসহ ডিবি পুলিশের হাতে আটক হন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা।

আদালত সূত্র জানায়, ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাখা নীলগঞ্জ সাহাপাড়ার হাশেমের চায়ের দোকানের সামনে থেকে ২০১৫ সালের ৩১ মাচ আটক হন। এসময় তার মাজায় গোঁজা এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শুটারগান উদ্ধার হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে সাখার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফায়েল আহম্মেদ সাখার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

বুধবার রায় ঘোষনার দিনে সাখার উপস্থিতিতে আদালত পৃথক দুটি ধারার মধ্যে একটি ধারায় ১০ বছর ও অপরটিতে আরও সাত বছর সর্বমোট ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button