সাতক্ষীরা

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

দীর্ঘ ১২ কিলোমিটারের এই রেসে নানা শ্রেণী পেশার সাইক্লিষ্টরা সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বাইপাস সড়ক ও সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ করে।

প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, মোফাসসিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান ও সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ধারাভাষ্যকার অলিউল ইসলাম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button