খুলনা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র আলোচনা সভায় এড. মনা

জিয়াউর রহমান ছিলেন ‘ন্যাশন বিল্ডার’

দেশ বাংলা প্রতিবেদক ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিছক রাজনৈতিক নেতা বললে তাঁকে ছোট করা হবে। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন ‘ন্যাশন বিল্ডার’।

জাতিকে গড়ে তোলা ও জাতিকে একটি দৃঢ়ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা, এই দায়িত্ব ও কর্তব্য তিনি পালন করেছেন। এটি করতে গিয়ে তাকে জাতি গঠনমূলক অনেক কাজ করতে হয়েছে। আজ রবিবার (১ মে) বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উদ্যোগে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কর্মময় জীবন ও দেশপ্রেমিক” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিছক একটি নাম নয়, নিছক কোনো ব্যক্তি নন। তিনি একটি জাতির জাগরণের ধ্বনি, একটি আত্মপরিচয়ের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রজ্জ্বলিত আলোকবর্তিকা-যার দীপ্ত আলো আজও জাতির পথ দেখায়। ২৬ মার্চ ১৯৭১-বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়।

মেজর জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখনই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার জন্য নিঃসৃত হয় স্বাধীন বাংলাদেশির প্রথম গর্জন। তার সেই সাহসী ঘোষণাটি না এলে, হয়তো স্বাধীন বাংলাদেশ পেতে আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হতো।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের কান্ডারী শফিকুল আলম তুহিন বলেন,বাংলাদেশি জাতীয়তাবাদ-শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়; এটি একটি অনুভব, একটি আত্মপরিচয়, একটি সংগ্রামের ভাষা। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান; যেখানে রয়েছে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং একটি সাম্যের রাষ্ট্র গঠনের সংকল্প। এই মহান আদর্শের পথিকৃৎ ছিলেন শহীদ জিয়া।..

গণমানুষের নেতা তারেক রহমান, শহীদ জিয়ার সন্তান, সেই জাতীয়তাবাদের আলোকবর্তিকা আজও বহন করে চলেছেন। ষড়যন্ত্র, অপপ্রচার, মামলা-গ্রেফতার, নিপীড়ন কিংবা আঘাত — কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। বরং তিনি হয়ে উঠেছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাতির আকাক্সক্ষার প্রতীক।..

তার নেতৃত্ব আজ জাতিকে অনুপ্রাণিত করছে একটি মানবিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড, শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে এড. তৌহিদুর রহমান তুষার ও এড. আছাদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি নেত্রী বেগম রেহেনা ঈসা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এড. মাহফুজুর রহমান মফিজ, এড. মশিউর রহমান নানু, এড. হালিমা আক্তার খানম, এড. এ কে এম শহিদুল আলম শহিদ, এড. জিল্লুর রহমান খান, এড. সত্য গোপাল সাহা, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. মোল্লা মোঃ মাসুম রশীদ, এড. মোহাম্মদ ইউনুছ, এড. আব্দুল মালেক, এড. নুরুল হাসান রুবা, এড. মোমরেজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসিন, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু প্রমুখ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন বারের ইমাম মোঃ জাহাঙ্গীর হোসেন।

দেশ বাংলা নিউজ 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button