
খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ দলিল লেখকবৃন্দের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল ২৪ মার্চ (২৩ রমজান) সোমবার খুলনা সদর দলিল লেখক সমিতি মিলনায়তনে সাধারণ দলিল লেখকগন ও স্টাম ভান্ডারদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডাররা ইতিপূর্বে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে খুলনা সদর দলিল লেখকগন, খুলনার স্ট্যাম্প ভেন্ডারগন এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের সহকারীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা নিউজ