খুলনা

খুলনায় নিউমার্কে এলাকায় রেল লাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দেশ বাংলা প্রতিবেদক

খুলনা রেল স্টেশনের অদুরে নিউমার্কেট এলাকায় রেল লাইনের উপরে অজ্ঞাত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে দশ তলা শিল্পব্যাংক ভবনের পেছনে রেল লাইনে দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করা হয়।

খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ‘সাগরদাড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ওয়াশফিডে যাওয়ার সময় ট্রেনের নিচে ঝাপ দেন অজ্ঞাত ওই ব্যক্তি। রেল স্টেশন মাস্টার জাকির হোসেনের মাধমে খবর পেয়ে এসে লাশটি উদ্ধার করেছি। তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে।

নিহত ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে নাম-ঠিকানা শনাক্ত করার জন্য পিবিআই টীমকে ডাকা হয়েছে। আইনগত প্রক্রিয়াধীন।

ভিডিও

দেশ বাংল নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button