খুলনা মোহাম্মদনগরে দুর্ধর্ষ ডাকাতি : ২৫ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার ঃ খুলনা লবনচরার মোহাম্মদনগরে গতকাল ২৯ জানুয়ারী বুধবার ভোর সাড়ে চারটায় ব্রাদার্স অটো নামক একটি ইজিবাইক ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ২ জন নৈশপ্রহরীকে কুপিয়ে ও হাত পা বেঁধে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক মোঃ রিপন কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে আহত নৈশপ্রহরী আব্দুল ওয়াহেদ দেশ বাংলা নিউজ প্রতিবেদককে জানান, ভোর ৪ টা ১৫ মিনিটে ১২ থেকে ১৪ জনের একদল লোক একটি পিকআপ গাড়ি নিয়ে এই ব্যাটারীর দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়িটির যান্ত্রিক ত্রুটি হয়েছে মর্মে জানিয়ে, হটাৎ কয়েকজন এসে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে ।
পরে তার হাত পা বেঁধে পিকআপের উপর আটকে রাখে। অপর নৈশপ্রহরীর মাথায় কুপিয়ে জখম করে। পরবর্তীতে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২৫ লাখ টাকার ব্যাটারী ও অন্যান্য মালামাল লুট করে নেয়। জানা যায় তাদের নিকট চাপাতি, রামদা ও আগ্নেয়াস্ত্র ছিল। ভোর ৫ টায় পুলিশকে খবর দিলে, তারা এসে ২ জন কে উদ্ধার করে।
এ বিষয়ে দোকানটির মালিক মোঃ রিপন বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। ডিলারদের বাকি টাকা ও ঋণের অর্থ কিভাবে পরিশোধ করবো জানিনা। তিনি আরো বলেন , লবনচরা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
থানা সুত্রে জানা যায়, ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করে সত্যতা পেয়েছে। সিসি ফুটেজ ও পাওয়া গেছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।