খুলনাঞ্চলবাংলাদেশ

দুবলার চ‌রে ৩ দস্যুকে গণধোলাই দিয়ে অস্ত্র-গু‌লিসহ কোস্ট গার্ডে সোপর্দ

বঙ্গোপসাগরের দুবলার চরের জেলে পল্লীতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন জলদস্যুকে গণধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র ও ৩৩ রাউন্ড গুলিসহ দুবলার চরের কোস্ট গার্ড ষ্টেশনে হস্তান্তর করা হয়। রোববার রাতে এ ঘটনা ঘটে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাত ১১ টার সময় সুন্দরবনের দুবলার চর সংলগ্ন মান্দার বাড়িয়ার শিষখালি থেকে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত জেলেদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়। অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে এবং তিন দস্যুকে গণধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলি উদ্ধার করে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে দস্যুদের নাম পরিচয় জানা জায়নি।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, তিনিও প্রাথমিকভাবে উক্ত ঘটনার বিষয়টি জেনেছেন।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button