চট্টগ্রামে সৎ মায়ের নির্মম নির্যাতন, হাসপাতালে শিশু

চট্টগ্রামের পটিয়ার রশিদাবাদ গ্রামে নাজিম উদ্দিনের আট বছরের কন্যা আয়েশা আক্তার সৎ মায়ের নির্যাতনের শিকার হয়েছে। ভর্তি আছে হাসপাতালে।
শিশু আয়েশা জানায়, প্রতিদিন তার সৎ মা তাকে খুন্তি ও পা দিয়ে মাড়িয়ে আঘাত করে। খেতে দেয় না, স্কুলে যেতে দেয়না।
মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে রড দিয়ে পিটিয়ে সারা শরীর থেতলে দেয়। এক পর্যায়ে রডের আঘাতে তার মাথা ফেটে যায়। সৎ মায়ের মেয়েকে সারাদিন কোলে না রাখলে, কান্না করলে সৎ মা মারধর করে।
বাবা রিক্সা চালক নাজিম উদ্দিন জানান, ৬ বছর আগে আয়েশাকে রেখে তার স্ত্রী মারা যায়। তখন আয়শার বয়স ছিল ২ বছর। বাধ্য হয়ে সে আবার বিয়ে করে। আয়শাকে নিয়ে যায় তার ফুফু। বছর খানেক আগে আয়েশাকে স্কুলে ভর্তি করার জন্য তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মেয়েকে নির্যাতনের ঘটনায় ক্ষোভ জানান তিনি।