য়্যুভেন্তাসের জয়ে আবারও রোনালদো-দিবালা

তোরিনোকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আরো কাছাকাছি য়্যুভেন্তাস। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালা। পাওলো মালদিনির রেকর্ড ভেঙ্গে সিরিআয় সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফেললেন কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন।
ঘরের মাঠে তোরিনোর বিপক্ষে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় য়্যুভেন্তাস। গোল করেন পাওলো দিবালা। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন তারকা। ব্যবধান দিগুণ করেন কলম্বিয়ান মিডফিল্ডার কুয়াদরাদো। প্রথমার্ধের যোগ করা সময়ে বুফনকে ফাঁকি দিয়ে এক গোল শোধ দেন আন্দ্রেয়া বেলোত্তি। ৬১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আসরে এটা তার ২৫তম গোল। এর মধ্য দিয়ে এক মৌসুমে, একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের তিনটি শীর্ষ লিগে ২৫ গোলের রেকর্ড গড়েছেন সিআর সেভেন।