ছাগলনাইয়া শুভপুরে সামাজিক সংগঠন “স্বপ্ননীড় ক্লাব” এর আত্মপ্রকাশ

ফেনী প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতিক্ষার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর নতুন বাজারে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ যার নামকরণ করা হয় স্বপ্ননীড় ক্লাব।
আজ শুক্রবার(৩ জুলাই) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনাসভা,কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সমাজের ছিন্নমূল মানুষ, যুবসমাজ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্য দিয়ে ক্লাবটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
৯ নং শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী জনাব আজিজুল রহমান(মজনু) সভাপতিত্বে ও ছালেহ ইমতিয়াজ আসিফের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব রতীশ চন্দ্র সেন (মু্ন্না),প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর ঢাকা হেড অফিস।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আহমেদ হোসেন সোহাগ – সার্জেন্ট আর্মি এভিয়েশন প্রধানমন্ত্রীর কার্যালয়,ঢাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মোস্তাফিজুর রহমান ইউপি সদস্য, শুভপুর,প্রভাষক মোর্শেদ হোসেন চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ছাগলনাইয়া। প্রভাষক জাহেদ হোসেন,শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ, ফেনী।
প্রভাষক আহমেদ হোসেন মানিক, বোয়ালখালি সিরাজউদ্দিন কলেজ, চট্টগ্রাম।রাশেদ চৌধুরী – সভাপতি প্রাক্তন ছাত্র পরিষদ, জয়পুর সরোজিনি উচ্চ বিদ্যালয়,বেলায়েত হোসেন বেলাল (ফুটবলার) ঘোপাল,লিটন চন্দ্র রায় – বানিজ্য মন্ত্রণালয়, ঢাকা। বোরহান উদ্দিন চৌধুরী মাসুদ, অভিবাবক সদস্য,জয়পুর সরোজিনি উচ্চ বিদ্যালয়।বেলায়েত হোসেন, ব্যবসায়ী শুভপুর।মোঃ মামুন (রাজারহাট),ইকবাল ভূঁইয়া -অফিসারসমাজ অধিদপ্তর,ছাগলনাইয়া, ফেনী।আরো ছিলেন মোঃগিয়াস উদ্দিন সংগঠক ও মূখপাত্র স্বপ্ননীড় ক্লাব ও পলাশ মেম্বারসহ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ কেক ও ফিতা কেটে এ সংগঠনের উদ্বোধন করা হয়।
পরবর্তীতে প্রধান অতিথি স্বপ্ননীড় ক্লাবের নতুন কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেনঃ-
সভাপতি-আজিজুর রহমান মজনু
সিনিয়র সহ-সভাপতি-মোস্তাফিজুর রহমান
সহ-সভাপতি -মেজবাহ উদ্দিন ভূঁইয়া
সাধারন-সম্পাদক-মোঃছালেহ ইমতিয়াজ আসিফ
সাংগঠনিক সম্পাদক-মোঃমেহেদী হাসান হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায়, মোঃ ছালেহ ইমতিয়াজ আসিফ ও মোঃ মেহেদী হাসান।