ঈদের কেনাকাটা না করে সেই টাকা ক্ষতিগ্রস্থ মানুষকে প্রদান করার অনুরোধ সাবেক ছাত্রলীগ নেতার।

দেশের এই ক্লান্তিকালে ঈদের কেনাকাটা না করে সেই টাকা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রদান করার অনুরোধ করলেন সাবেক ছাত্রনেতা সামিউল সাফায়াত।
গত ১৭মে দেশ বাংলা নিউজ এর এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন দেশের পরিস্থিতি অনেকটা সংকটাপন্ন । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের এই ক্লান্তিকালে রাত-দিন এক করে তাঁর বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন। বিভিন্ন এনজিও,ব্যবসা প্রতিষ্ঠান,সমাজের বিত্তবান মানুষ সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বর্গ সবাই এগিয়ে এসেছে এই ক্লান্তিকালে। দেশরত্নের নির্দেশে ছাত্রলীগ শুরু থেকেই দেশের স্বার্থে কাজ করে চলেছে। কৃষকের ধাঁন কেটে দিয়ে এই মহামারীতে বিরল একটি উদাহরণ হয়ে থাকবে ছাত্রলীগ। এছাড়া আওয়ামী লীগ,যুবলীগ,স্চ্ছোসেবক লীগ সকলেই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন দেশের এই মহামারীর সময় সবাই তার ঈদের কেনাকাটা না করে সেই অর্থ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রদান করার অনুরোধ করেন এবং সকল ডাক্তার,প্রশাসনের কর্মকর্তা,ব্যাংকার,সাংবাদিক এবং যারা মাঠ পর্যায়ে কাজ করছে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।