সৌদি আরবে করোনায় কুমিল্লা প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের তাজুল ইসলাম নামে এক প্রবাসী মারা গেছেন। বৃহস্পতিবার মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের মজুমদার বাড়ির মনিরুজ্জামান মজুদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান।
পারিবারিক সূত্র জানায়, তাজুল ইসলাম কয়েক বছর আগে সৌদি আরবের মদিনায় যান। সেখানে চাকরির অর্থ দিয়ে তার সংসার ভালোই চলছিল। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি মদিনার একটি হাসপাতালে ভর্তি হন।