চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ভাগ্নি জামাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯ নং কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে পারিবারিক কলহের জেরে একজন নিহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১০ মে)সন্ধ্যা ৬ টার সময় বশকরা গ্রামের আবুল কালাম ও তার ছেলে এয়াকুবের নেতৃত্বে মৃতঃ আব্বাস আলীর এর ছেলে আমির হোসেন ও তার বড় ছেলে মো.শিপন এর উপর অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মো.শিপন(২৮)এর মৃত্যু হয়।আশংকাজনক অবস্থায় মো.আমির হোসেন ও তার বোন মোমেনা বেগম এবং মনা মিয়াকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিপন আসামী আবুল কালামের ভাগ্নি জামাতা বলে জানা গেছে।
এই ঘটনায় এয়াকুবকে প্রধান আসামী করে এয়াকুবের পিতা আবুল কালাম,বশর, মুজিবুল হক সহ মোট ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ।চৌদ্দগ্রাম থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদের অতি দ্রুত গ্রেফতার করা হবে বলে দেশবাংলা নিউজকে জানিয়েছেন।