মানুষের ঘরে ঘরে ভালবাসার উপহার পৌছে দিছে তেজগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ

তেজগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে ভালোবাসার উপহার
করোনার প্রার্দুভাবের প্রথম থেকে মাঠ পর্যায়ে আছে তেজগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তেজগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় কাউন্সিলর শামীম হাসান শামীম এর সহযোগিতায় তেজগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হিল হুদা খান মন্টি কয়েক দফায় দফায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং রাতের আঁধারে খোঁজ নিয়ে নিজ হাতে অসহায় মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে আবদুল্লাহ হিল হুদা খান (মন্টি)…… নিউজকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক লকডাউন ঘোষণার ফলে শ্রমজীবি, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো খুবই বেশি দুর্ভোগে আছে। দুর্যোগের এই মূর্হুতে এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নিজের পারিপার্শ্বিক, সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার প্রতি সম্মান জ্ঞাপন করে তেজগাঁও থানার অন্তর্গত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসানের মাধ্যমে জাতীয় এ দুর্যোগ মূহুর্তে মানবিক সহায়তা হিসেবে এলাকার কর্মহীন ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমারদের এ খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ানো।তবে এ দুর্যোগ মূহুর্তে যার যার অবস্থান থেকে জাতীয় এ মহামারীর প্রার্দুভাবে তাদের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব।