দেশে ২৪ঘন্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫২
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ জনের।নতুন শনাক্ত ৫৫২জনের এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭৯০ জন। এনিয়ে সর্বমোট নমুনা পরিক্ষা হয় ৭৬০৬৬ জনের।
এবং করোনায় ২৪ঘন্টায় সুস্থ বাড়ি ফিরে গেছেন ৩ জন। মোট সুস্থ হয়েছে ১৭৭জন।
আজ শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৩৫ লাখ এবং মৃতের সংখ্যা প্রায় আড়াই লাখ। তবে এই আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ভিন্ন তথ্য।
তবে অনেকেই মনে করেন এই ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়লেও পরিবেশগত দিক থেকে বেশ উপকৃতই হয়েছে পৃথিবী। বায়ু দূষণের মাত্রা এতটাই কমেছে যে ওজন স্তরে যে ক্ষতি হয়েছিল তার অনেকটাই পুষিয়ে নিয়েছে পৃথিবী।