বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় কৃষিখাতের উপর গুরুত্ব দিচ্ছি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশ বাংলা নিউজ ডেস্কঃ-
করোনা ভাইরাস মহামারীতে খাদ্য সংকট মোকাবিলা করার জন্য দেশের সকল কৃষকদের কৃষি জমিতে ফসল উৎপাদন করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমন নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আরো বলেন বাংলাদেশ পুরোটা এখন কৃষি উপর নির্ভরশীল রয়েছে। তাই সকল কৃষক ধান কাটা শেষে যেসব জমিতে যা উৎপাদন হয় তা লাগিয়ে দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তাছাড়া পূর্বের ন্যায় আজও কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এবং প্রতিটি জেলায় কৃষকদেরকে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রধান করছেন যাতে কৃষকরা ধান কাটাসহ বিভিন্ন কৃষি কাজ সহজে করতে পারে।
আর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠন সমূহকে প্রতিটি জেলা ও উপজেলা কৃষকদের সহযোগিতা করার নির্দেশ দেন।