» যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনজারভেটিভ পার্টির এ নেতা তার নেতৃত্বের মাধ্যমে যুক্তরাজ্যকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে সে দেশের জনগণের বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
শেখ হাসিনা শুভেচ্ছা বার্তায় বলেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সহনশীলতার মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ এবং তা উত্তরোত্তর বাড়বে বলে আশা প্রকাশ করেন।
রাজনীতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫ বার
[hupso]সর্বশেষ খবর
- বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার কাছেই নিরাপদ : যুবলীগ সাধারণ সম্পাদক, নিখিল
- বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার কাছেই নিরাপদ : যুবলীগ সাধারণ সম্পাদক, নিখিল
- রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ! যুবলীগ সম্পাদক নিখিল
- রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ! যুবলীগ সম্পাদক নিখিল
- কুমিল্লা মুরাদ নগরে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ