» যাত্রাবাড়িতে বাস চাপায় নিহত এক বাসে আগুন।

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২২ | শনিবার


প্রতিবেদক: জোবায়ের আলম,               রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডে টনিটাওয়ারের সামনে ৮ নাম্বর বাসের চাপায় পথচারী নিহত হয়েছেন। মোঃ আবু সায়েম( ৩৮)
পিতাঃহেদায়েত উল্লাহ মাতাঃহামিদা বেগম নিহত সায়েমের স্থায়ী ঠিকানাঃ১০২/১/এ,শহীদ ফারুক রোড, যাএাবাড়ী। নিহত সায়েম kint প্লাস লিমিটেড প্রতিষ্ঠান এর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন অফিস ৬২-৬৩,মতিঝিল,আমিন কোর্ড,৭ম তলা।আনুমানিক সন্ধা ০৬.৩০ মিনিটের দিকে এ ঘটন ঘটে।নিহত সায়েমের সাথে ৫ টাকার ভাড়া বেশী দাবী করাতে চালক ও হেলপারের সাথে বাকবিতণ্ডায় জড়ায় নিহত সায়েম পরবর্তীতে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সহকারি নিহত সায়েম বাস থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিক্ষুব্ধ জনতা চালক এবং সহকারীকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাইয়ের এক পর্যায়ে যাত্রাবাড়ী থানা পুলিশ চালক এবং সহকারীকে উদ্ধার করতে আসেন, নিহত সায়েমকে পুলিশ উদ্ধার করার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা করে নুর আলম নামের এক পুলিশ সদস্যকে আহত করেন স্থানীয় জনতা। পুলিশ জনগনের তোপের মুখে পড়ে যায়, পরবর্তীতে যাত্রাবাড়ী থানার আরো পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এবং বিক্ষুব্ধ জনতা ৮ নাম্বর বাসটিকে শহীদ ফারুক রোড হামদার্দ ল্যাবরেটরীজ এর সামনে আগুন দেয়। পরবর্তীতে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল আলম জানান আমরা খবর পেয়ে শহীদ ফারুক রোডে আমার ইউনিট নিয়ে আসি গাড়ির আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আগুনে পোড়া গাড়িটি টি আই মেনন রেকারের সহোযোগিতায় যাত্রাবাড়ী থানায় নিয়ে আসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪ বার

[hupso]