» মহাখালীতে বিএনপি’র নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

       প্রতিবেদক,গোলাম মোস্তফা মন্টি: রাজধানীর মহাখালীতে বিএনপি’র আন্দোলনের নামে নৈরাজ্য সন্ত্রাস অরাজকতা ঠেকাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও বনানী থানা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ নাছিরের উদ‍্যোগে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান সমাবেশে থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির বলেন, সম্প্রতি বিএনপি’র সারাদেশ ব‍্যাপী আন্দোলনের নামে ভাংচুর সন্ত্রাস নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করতেছে, তারই ধারাবাহিকতায় আজকে মহাখালীতে ও আন্দোলনের ডাক দিয়েছে, মহাখালীতে বিএনপি জামাতের সকল ধরনের নৈরাজ্য, অরাজকতা, সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। বিশ্বাস্ত সূত্র মারফত জানা যায় তারা আন্দোলনের নামে শান্তিপূর্ণ মহাখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা করছে। ঢাকা শহরের অন্যতম শান্তিপূর্ণ এলাকা মহাখালীকে যেন অশান্ত করতে না পারে, সেজন‍্য আজ তিতুমীর কলেজের সামনে সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে অবস্থান সমাবেশের কর্মসূচি পালন করতেছি।মহাখালীতে বিএনপি জামাত চক্র যেন কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি করতে না পারে, সে লক্ষ‍্যে আমরা সবসময় সজাগ রয়েছি। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন‍্যা বতর্মান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে,সে উন্নয়ন ব‍্যাহত করতে বিএনপি জামাত চক্র নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে, তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে আগামী নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রশ্নে বিএনপি জামায়াতের সঙ্গে কোন আপোষ নেই। কারণ জাতির জনক বঙ্গবন্ধু মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই বাংলাদেশ, উন্নত বাংলাদেশ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘয়ু আমাদের সকলের কামনা করা উচিত। অবস্থান সমাবেশে জাতীয় শ্রমীকলীগের বনানী থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে শ্রমীকলীগের নেতাকর্মীরা, বিশ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুনায়েদ মুনিরের নেতৃত্বে ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের নেতৃত্বে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭ বার

[hupso]