» বাবুল আক্তার-বনজ কুমার প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২২ | শনিবার


নিজস্ব প্রতিবেদক: স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আক্তার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এর অনুসন্ধানেই উঠে আসে ছয় বছর আগের এই হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততার বিষয়টি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে আবারও আলোচনায় মিতু হত্যা ও বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়টি।ভিডিওটিতে বাবুল আক্তারকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তোলার পর গত বৃহস্পতিবার পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ সংস্থাটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন স্ত্রী হত্যার অভিযাগে এক বছর আগে গ্রেফতার হওয়া বাবুল আক্তার। ২০২১ সালের ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ও জেলা অফিসে বাবুল আক্তারের উপর নির্যাতন করা হয় এবং স্ত্রী হত্যার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বাবুল আক্তারের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয় বলে মামলার আবেদনে অভিযোগ করেন তিনি।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় তিনি বাবুল আক্তারকে ‘চতুর’ বলে আখ্যায়িত করেন।বাবুলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। বাবুল আক্তার যেসব কথা বলেছেন, তা বাস্তবসম্মত কি না, তা তদন্ত করেই বের করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫ বার

[hupso]