» বাংলাদেশ হিন্দু যুব মহাজোট অষ্টগ্রাম শাখার সচেতনতা মুলক ব্যানার বিতরণ।

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২২ | শনিবার

পল্লব কান্তি দেব রনি,
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু যুব মহাজোট অষ্টগ্রাম উপজেলা শাখার নিজস্ব অর্থায়নে ৫১ (একান্ন) টি দুর্গা মন্দির ও ১৪ (চৌদ্দ) টি পবিত্র শ্বশান ঘাটে জনসচেতনতা মুলক ব্যানার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা হিন্দু যুব মহাজোট শাখার সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র সরকার, সহ-সভাপতি বিপুল ভৌমিক, সাধারণ সম্পাদক পল্লব কান্তি দেব রনি,
কোষাধ্যক্ষ নারু গোপাল রনি, সাংঘঠনিক সম্পাদক রাজেশ দাস, ছাত্র বিষয়ক সম্পাদক রামকৃষ্ণ দাস, বজন দাস,যুব বিষয়ক সম্পাদক অজয় বণিক প্রমুখ।

ব্যানার বিতরণের সময় উক্ত সংঘঠনের সাধারণ সম্পাদক পল্লব কান্তি দেব (রনি) বলেন, এই ধারা সবসময় অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও আন্তরিকতা খুব দরকার। আমি আশাকরি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

[hupso]