» বইমেলা (২০২৩) এর জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে কবিবাড়ি প্রকাশন।

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

             একুশে বইমেলা (২০২৩) ব‌ই প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে কবিবাড়ি প্রকাশন। গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, স্মৃতিকাহিনী, অনুবাদ, আত্মজীবনী, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধসহ শিশুতোষ বই প্রকাশের জন্য নবীন ও প্রতিষ্ঠিত লেখকদের পাণ্ডুলিপি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পাণ্ডুলিপি পাঠাতে হবে।
নতুন লেখকরা তাদের পাণ্ডুলিপি নিজস্ব খরচে প্রকাশ করতে পারবেন। তবে পাণ্ডুলিপি মানসম্মত হতে হবে এবং প্রকাশিত বই নিজের দায়িত্বে সংরক্ষণ হবে। এছাড়াও প্রতিটি কবি ও লেখকের ব‌ইগুলো রকমারি, বাতিঘর ও কবিবাড়ির নিজস্ব ওয়েব সাইটে মাধ্যমে সারাদেশের পাঠক ঘরে বসে কবিবাড়ি প্রকাশনের প্রকাশিত বইগুলো সংগ্রহ করতে পারবেন।যে কোনো তথ্য জানতে ফোন করা যাবে ০১৮১৬৯০৬০৭০ নম্বরে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২ বার

[hupso]