» কাউখালীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২২ | শুক্রবার

      নিজস্ব প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাউখালী উপজেলা পরিষদ ময়দানে যুবলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। এসময় ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কায়ছার উদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০ বার

[hupso]