» আবারও মহেশ ভাটকে করে কঙ্গনার আক্রমণ

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ২০০৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ নির্মাতার হাত ধরে রুপালি জগতে পা রাখলেও বিভিন্ন সময়ে তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। আবারও মহেশ ভাটকে কটাক্ষ করলেন কঙ্গনা।
রোববার (৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিও ক্লিপ শেয়ার করেন কঙ্গনা।

প্রথম ক্লিপের সঙ্গে কঙ্গনা লিখেন, ‘মহেশজি চুপচাপ গল্প-কথার ছলেই হিংসার ইন্ধন দিচ্ছেন।’ দ্বিতীয় ক্লিপে এ অভিনেত্রী জানান, মহেশ ভাটের আসল নাম আসলাম। তা জানিয়ে কঙ্গনা লিখেন, ‘তার (মহেশ ভাট) আসল নাম আসলাম। দ্বিতীয়বার বিয়ে করার (সোনি রাজদানের সঙ্গে) জন্য ধর্মান্তরিত হন। এত সুন্দর নামটা লুকোনোর দরকার কী ছিল?’
ধর্মান্তরিত হওয়ার পর আসল নাম ব্যবহার করাই উচিত। অন্য কোনো ধর্মের প্রতিনিধিত্ব করার প্রয়োজন নেই বলে মনে করেন কঙ্গনা।
২০২০ সালে মেয়ে পূজা ভাটের সিনেমা করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় কঙ্গনাকে অপমান করেছিলেন মহেশ। তা নিয়েও অভিযোগ করেন কঙ্গনা।
আপাতত ‘ইমার্জেন্সি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯ বার

[hupso]